ত্বকের সৌন্দর্যে গাজর দিয়ে ৩টি ক্রিম তৈরির নিয়ম।
হ্যালো? বন্ধুরা সবাইকে সুমা হেলথ কেয়ার এ স্বাগতম! আজকে আপনারা যে বা যারা আমার আজকের এই ত্বকের সৌন্দর্যে গাজর দিয়ে ৩টি ক্রিম তৈরির নিয়ম দেখতে এসেছেন তাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম।
![]() |
ত্বকের সৌন্দর্যে গাজর দিয়ে ৩টি ক্রিম তৈরির নিয়ম। |
শিরোনাম :ত্বকের সৌন্দর্যে গাজর দিয়ে ৩টি ক্রিম তৈরির নিয়ম।
ভূমিকা :
ত্বকের সৌন্দর্যে আমরা বাজারের কত জিনিস ই না ব্যবহার করে থাকি, কিন্তু তাতে কি আমরা আমাদের ত্বকের সঠিক সৌন্দর্য ফিরে পাই।উত্তর হচ্ছে অবশ্যই না।তবে বাজারের এই কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে ইনশাআল্লাহ আপনারা সবাই ঘরে নিজেই বানিয়ে ফেলতে পারবেন গাজর দিয়ে ৩টি ক্রিম শুধুমাত্র আজকের স্কিন কেয়ার রেমিডিটি অনুসরণ করেই।
ত্বকের সৌন্দর্যে গাজর দিয়ে ৩টি ক্রিম তৈরির নিয়ম:
১/ গাজর,ভুট্রার আটা,১টি ভিটামিন-ই ক্যাপসুল দিয়ে গাজরের ক্রিম তৈরির নিয়ম :
প্রথমে আপনারা ৩-৪ টি মাঝারি সাইজের গাজরকে একটু চেটে খোসা ছাড়িয়ে নিয়ে দুয়ে এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন।এরপর এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর গাজরগুলোকে একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে পানি বের করে নিন গাজর থেকে।তারপর সেই গাজরের পানিতে ২-৩ চামচ ভুট্রার আটা মিশিয়ে নিন এবং চুলায় একটি সসপ্যান এ বসিয়ে এগুলো ভালো করে নেড়ে নিয়ে ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর ক্রিমটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে এতে ১টি ভিটামিন-ই ক্যাপসুল যোগ করে নেড়ে নিন এবং একটি কাচের বয়ামে সংরক্ষণ করে রাখুন।
২/গাজরের সাথে গ্লিসারিন, গোলাপ জল ও বেসন মিশিয়ে গাজরের ক্রিম তৈরির নিয়ম :
প্রথমে আপনারা ৩-৪ টি মাঝারি সাইজের গাজরকে একটু চেটে খোসা ছাড়িয়ে নিয়ে দুয়ে এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন।এরপর এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর গাজরগুলোকে একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে পানি বের করে নিন গাজর থেকে।তারপর সেই গাজরের পানিতে ২-৩ চামচ বেসন মিশিয়ে নিন এবং চুলায় একটি সসপ্যান এ বসিয়ে এগুলো ভালো করে নেড়ে নিয়ে ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর ক্রিমটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে এতে হাফ চামচ গ্লিসারিন, এক চামচ গোলাপ জল ও ১টি ভিটামিন-ই ক্যাপসুল যোগ করে নেড়ে নিন ভালো করে যাতে ক্রিমের মতো পেস্ট হয় এবং এরপর একটি কাচের বয়ামে সংরক্ষণ করে রাখুন।
৩/গাজরের সাথে ভুট্টার আটা,নারিকেল তেল,ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে ক্রিম তৈরির নিয়ম :
প্রথমে আপনারা ৩-৪ টি মাঝারি সাইজের গাজরকে একটু চেটে খোসা ছাড়িয়ে নিয়ে দুয়ে এগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিন।এরপর এগুলোকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর গাজরগুলোকে একটা পাতলা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে পানি বের করে নিন গাজর থেকে।তারপর সেই গাজরের পানিতে ২-৩ চামচ ভুট্রার আটা মিশিয়ে নিন এবং চুলায় একটি সসপ্যান এ বসিয়ে এগুলো ভালো করে নেড়ে নিয়ে ক্রিমের মতো পেস্ট তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর ক্রিমটি কিছুটা ঠান্ডা হয়ে গেলে এতে হাফ চামচ নারিকেল তেল এবং ১টি ভিটামিন-ই ক্যাপসুল যোগ করে নেড়ে নিন যতক্ষণ না ক্রিমের বেস্ট পেস্ট তৈরি হবে এবং এরপর একটি কাচের বয়ামে সংরক্ষণ করে রাখুন।
শিক্ষামূলক ব্লগ বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url